LOADING

IT Lab Solutions Ltd, Pathshala - পাঠশালা এর সাথে bKash Limited এর চুক্তি স্বাক্ষর।

IT Lab Solutions Ltd  পাঠশালা এর সাথে bKash Limited এর চুক্তি স্বাক্ষর হয়েছে আজ। বিকাশের কমার্শিয়াল হেডকোয়ার্টারে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়। আজ থেকে বিকাশ ও আইটি ল্যাব সলিউশন্স লি. আর্থিক লেনদেন ডিজিটালাইজেশনে একযোগে কাজ করবে।

এ চুক্তির আলোকে সিলেট বিভাগের #প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে আইটি ল্যাব সলিউশন্স লি. #বিকাশ এর মার্চেন্ট এক্যুইজিটর হিসেবে অনুমতি পেলো।

Share to Social Media

Leave a Comment